চোর-পুলিশ
স্বপ্ন দেখছি
হন্তদন্ত হয়ে এক ব্যক্তি থানায় এসেছেন। থানার ওসির সামনের চেয়ারে বসে বললেন, ‘ওসি সাহেব, আমার স্ত্রী হারিয়ে গেছে। দ্রুত ব্যবস্থা নিন।’
মুখ তুলে ওসি সাহেব জানতে চাইলেন, ‘কবে?’
‘এক মাস আগে’
‘এত দিন পরে এসে অভিযোগ করছেন কেন?’ বললেন ওসি।
‘না মানে, গতকাল পর্যন্ত আমার মনে হয়েছে, আমি স্বপ্ন দেখছি।’
পুলিশের দক্ষতা
কোন দেশের পুলিশের দক্ষতা কেমন সেই নিয়ে কয়েক দেশের পুলিশের উচ্চ পর্যায়ের আলোচনা চলছে।
জাপানী পুলিশ : যে কোন ঘটনা কে ঘটিয়েছে সেটা জানতে আমাদের ৭২ ঘন্টা সময় লাগে।
বৃটিশ পুলিশ : আরে দূর আমরা দুনিয়ার সেরা পুলিশ । অন্যায় কারীকে চিনতে আমাদের সর্বোচ্চ ২৪ ঘন্টা সময় লাগে ।
আমেরিকার পুলিশ : আমারাও ২৪ ঘন্টার মধ্যে যে কোন ক্রিমিনালকে পাকড়াও করতে পারি।
বাংলাদেশের পুলিশ : আমাদেরকে না জানিয়ে কোন ঘটনাই ঘটে না।
চোরের সর্দারের উপদেশ
ভাগ-বাটোয়ার জন্যে কয়েকজন চোর মিলে সারারাতের চুরির টাকা হিসাব করছে।
হিসাব করার সময় একজন চোর একখান হাজার টাকার নোট সরিয়ে ফেলতে গিয়ে ধরা পড়েছ।
তখন চোরের সর্দার সেই ধরা পড়ে যাওয়া চোরটিকে তিরস্কার করছে:
এই তোরে না একদিন কইছি ভালো হইয়া যা, ভালো হইতে পয়সা লাগে না? জীবনে সততার সাথে কাজ করবি,
উন্নতি করতে পারবি। চুরি-চামারি করবি তো জীবন শেষ!
নারী চরিত্র বনাম গোয়েন্দা
গদা: আচ্ছা পদা, বলতো গোয়েন্দারা সাধারণত প্রেম-ভালোবাসা-বিয়ে থেকে দূরে থাকে কেন?
পদা: নারী চরিত্র বেজায় জটিল, কিছুই বুঝতে পারবে না
বুঝলেন কী করে
শার্লক হোমস: আপনার স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছে, তাই না?
মক্কেল: হুঁ।
শার্লক হোমস: আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন, তাই তো?
মক্কেল: হুঁ! কিন্তু আপনি এত কিছু বুঝলেন কী করে?
শার্লক হোমস: কারণ, আপনার মাথায় ভাঙা ফুলদানির টুকরা দেখা যাচ্ছে!

0 মন্তব্যসমূহ