মজার হাসির কৌতুক 😃😃😃😃😃😃😃

 




ডাক্তার-রোগী

সমস্যাটা কী



এক বৃদ্ধ ডাক্তারের কাছে গিয়ে বললেন, ‘ডাক্তার সাহেব, আমার শরীর খুব খারাপ!’

ডাক্তার তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন। তারপর প্রেসক্রিপশন ধরিয়ে দিয়ে বললেন, ‘একটা সবুজ ক্যাপসুল আছে, সকালে উঠে সেটা এক মগ পানি দিয়ে গিলে ফেলবেন। হলুদ রঙের একটা আছে, সেটা খাবেন দুপুরের খাবারের পর। অবশ্যই সঙ্গে এক মগ পানি। আর লাল রঙেরটাও এক মগ পানি দিয়ে খাবেন রাতের বেলা।’

বৃদ্ধ জিজ্ঞেস করলেন, ‘কিন্তু আমার সমস্যাটা কী?’

ডাক্তার বললেন, ‘আপনি পানি কম খান।

ইন্টার্ন চিকিৎসক



নতুন ইন্টার্ন চিকিৎসক হলো রনি। একজন রোগী এসে তার রোগের বর্ণনা দিয়ে জানতে চাইল, ডাক্তার সাহেব আমার কী হয়েছে?

রনি জিজ্ঞেস করল, এ রকম রোগ কি আগেও আপনার হয়েছিল।

—জি স্যার। জানুয়ারিতেও এমন হয়েছিল। স্যার বলেন না আমার কী হয়েছে।

—বুঝতে পেরেছি, আপনার জানুয়ারিতে যেটা হয়েছিল, সেটাই আবার হয়েছে।

আয়নার সামনে ডাক্তার



: ডাক্তার আয়নার সামনে দাঁড়ায় কখন?

: রোগ হলে, নিজেকে দেখে নেওয়ার জন্য!

নার্স সাহস দিচ্ছিল



হন্তদন্ত হয়ে হাসপাতাল থেকে দৌড়ে পালাচ্ছিলেন এক রোগী। দরজার সামনে তার পথ রোধ করলেন হাসপাতালের দারোয়ান।

দারোয়ান: কী হলো? কোথায় যাচ্ছেন?

রোগী: আর বলবেন না! নার্স বলছিল, ‘ভয় পাবেন না। এটা খুবই সাধারণ একটা অপারেশন। কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে।’

দারোয়ান: হ্যাঁ, সে তো ভালো কথাই বলেছে। নার্স আপনাকে সাহস দিচ্ছিল।

রোগী: আরে বুদ্ধু, সে আমার সঙ্গে নয়, ডাক্তারের সঙ্গে কথা বলছিল!

জিব দেখান

ডাক্তার সাহেব বললেন রোগীকে, ‘জিব দেখান।’

রোগী জিব দেখালেন।

ডাক্তার: আমাকে না, ওই জানালার সামনে গিয়ে বাইরের দিকে মুখ করে জিব দেখান।

রোগী: কেন?

ডাক্তার: কারণ, আমি আমার প্রতিবেশীকে একদম দেখতে পারি না। ব্যাটা বদের বদ!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ