স্বামী-স্ত্রী
প্রতিটা কথা দুবার করে বলতে হয়
পত্রিকার পাতায় চোখ রেখে স্বামী স্ত্রীকে বললেন, কী লিখেছে দেখো, স্বামীরা যেখানে গড়ে প্রতিদিন পাঁচ হাজার শব্দ ব্যবহার করে, সেখানে স্ত্রীরা করে দশ হাজার শব্দ!স্ত্রী: ঠিকই তো আছে! স্ত্রীদের যে প্রতিটা কথা দুবার করে বলতে হয়।
স্বামী: কী বললে?
একটা সুন্দর সকালে
ঘুম থেকে উঠে স্ত্রী বললেন, ‘আজকের সকালটা অনেক সুন্দর!’
পরদিনও একই কথা, ‘চমৎকার একটা সকাল আজ!’
এবং তার পরদিনও, ‘কী সুন্দর সকাল!’
বিরক্ত স্বামী জিজ্ঞেস করলেন, ‘প্রতিদিন তোতাপাখির মতো এই বুলি আওড়ানোর অর্থ কী?’
স্ত্রী বললেন, ‘কেন, মনে নেই সেদিন বলেছিলে, “একটা সুন্দর সকালে যেদিকে দুচোখ যায়,
চলে যাব”!’
বলতে ইচ্ছে করেনি
স্ত্রী: তোমাকে বিয়ে করার সময় আমি যে আস্ত বোকা ছিলাম, এটা জানো?
স্বামী: হ্যাঁ, জানি। কিন্তু তোমাকে এত বেশি ভালোবাসতাম যে তখন আর বলতে ইচ্ছে করেনি।
প্রশ্ন এক উত্তর অনেক
একি, তোমার গালে লিপস্টিকের দাগ?
না মানে, আমদের কলিগ মাখন ভাইয়ের ছোট্ট মেয়েটাকে কোলে নিয়েছিলাম তো।
কী যুগ এসেছে, দেড় বছরের মেয়েরাও আজকাল লিপস্টিক লাগায়।
একি, তোমার গালে লিপস্টিকের দাগ?
ও এই কথা, অফিসে আজ ড্রেস অ্যাজ ইউ লাইকে পার্টিসিপেট করেছিলাম।
মুখে হালকা রংটং দিতে হলো। ভালো করে ধোয়া হয়নি মনে হয়।
এ কি, তোমার গালে লিপস্টিকের দাগ?
এফডিসিতে গিয়েছিলাম। নায়ক ছাকিফ খানের সঙ্গে দেখা হতেই কোলাকুলি করলাম।
এরাও দেখি শুটিংয়ের সময় মেয়েদের মতো লিপস্টিক পরে। কী হাস্যকর বলো তো!
একি, তোমার গালে লিপস্টিকের দাগ?
আরে না, লিপস্টিক হবে কেন? রিটায়ার করার পর একটি বাড়ি করব বলে রঙের দোকানে একটু ঢুঁ মেরে এলাম।
রিয়াটারমেন্টের তো আর মাত্র ১০ বছর বাকি। ওখান থেকেই হয়তো গালে রংটং লেগেছে।
একি, তোমার গালে লিপস্টিকের দাগ?
হাঃ হাঃ, কী যা-তা বলছ। একটা ব্রন হয়েছিল ওখানে, চিকিৎসকের পরামর্শে অয়েন্টমেন্ট লাগিয়েছি।
অয়েন্টমেন্টের রংটা একটু লাল ছিল। হাই পাওয়ারের অয়েন্টমেন্ট তো!
একি, তোমার গালে লিপস্টিকের দাগ?
ও, এটা নিশ্চয়ই শফিকের কাজ। তোমার কাছে আমাকে ফাঁসানোর জন্যই আমার অজান্তে গালে এটা লাগিয়ে দিয়েছে।
ওই যে মনে নেই? আগে একবার আমার শার্টে একটা লম্বা চুল দিয়ে তোমার কাছে ফাঁসিয়েছিল, তুমি তো বিশ্বাসই করতে চাও না।
দুদিনেই নরক
স্বামী-স্ত্রীর আলাপচারিতা–
স্ত্রী: আচ্ছা স্বর্গে বিয়ে হয় না?
স্বামী: না
স্ত্রী: কেন?
স্বামী: স্বর্গে যদি বিয়ে হয়, তাহলে সেটা আর স্বর্গ থাকবে না, দুদিনেই নরক হয়ে যাবে।
স্বামী ও গাধার মধ্যে পার্থক্য
স্ত্রী: বলো তো, স্বামী ও গাধার মধ্যে পার্থক্য কী?
স্বামী: স্বামী গাধা হতে পারে। কিন্তু গাধাও এত বড় গাধা নয় যে সে স্বামী হবে!
করতে চাও, করো
এক লোকের খান্ডালী বউ। লোকটিও বউটিকে অনেক ভয় পায়।
একদিন সন্ধ্যায় লোকটি বিছানার উপর বসে হাতে একটা খালি বোতল নিয়ে সেটাকে একটা কাঠি দিয়ে মেরে মেরে টিং টিং শব্দ করে বাজাচ্ছিল।
বউ থমক দিল, এই কী করছো, থামো!
লোকটি ভয় পেয়ে বোতলটি পকেটে রেখে দিল।
রাতের বেলা ঘরের দরজা-জানালা বন্ধ করে দিয়ে, সব আলো নিভিয়ে দিয়ে বউ কাছে এসে মুখের কাছে মুখ এনে খুব আদুরে গলায় বলল, করতে চাও?
লোকটি মাথা নেড়ে বলল, হ্যাঁ।
বউ বলল, ঠিক আছে করো।
লোকটি পকেট থেকে বোতল বের করে জোরে জোরে বাজাতে শুরু করল, টিং টিং টিং টিং

0 মন্তব্যসমূহ