প্রস্রাব করতে গেলে খুব কষ্ট হওয়া

 প্রস্রাব করতে গেলে খুব কষ্ট হওয়া


 


নিয়মিত বাদাম খেলে যন্ত্রনা ওনেকটা কমবে। দাতটি বাদাম, সাত দানা ছোট এলাচ ভাল করে গুড়ো করে নিয়ে পানিতে মিশিয়ে দিনে তিনবার করে পান করলে এই অসুখ জমতে থাকে। এতে যদি তিন গ্রাম করে ধনে গুড়ো এবং চন্দনের গুড়ো মিদিয়ে নেওয়া যায় তাহলে আরও বেশি কার্যকরী হবে।


কলা গাছের শেকড়ের রস পাঁচ গ্রান করে প্রতি রাতে খোলা আকাশের নীচে রাখতে হবে। সেই রসে এক গ্রাম মতো গাথুরের লবন মিশিয়ে প্রতিদিন সকালে পান করলে এ রোগ সাত দিনের মধ্যে সেরে যাবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ